logo
mobil sampoh sabun handphone

Brand

Thursday, May 10, 2018

আজ আমরা দেখব কিভাবে MikroTik Router কনফিগার করতে হয় । এখানে আমরা দেখব মাইক্রোটিক এর LAN, WAN, Routes, Nat কিভাবে কনফিগার করতে হয় তা দেখব ।

আমরা প্রথমে, উইন বক্স এর মাধ্যমে মাইক্রোটিক এ লগিন করি এবং লগিন করার পর প্রথমে আমরা ইন্টারফেস গুলির একটি করে নাম দিয়ে দিব যাতে করে আমরা সহজে চিনতে পারি যে কোনটা কোন ইন্টারফেস ।

আমরা Win Box এ যাই। Win Box এর মাধ্যমে মাইক্রোটিক এ লগিন করার পর নিচের চিত্রের মত  এর বাম পাশে আমরা অনেক অপশন  দেখতে পাব । এখান থেকে আমরা Interface এ যাই । Interface এ ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি উইন্ডো দেখতে পাব, সেই সাথে এখানে আমরা ether1, ether2, ether3.. .. নামের আমাদের মাইক্রোটিক এর ইন্টারফেস গুলি দেখতে পাব । ডিফল্ট ভাবে এই ইন্টারফেস গুলির নাম ether1, ether2, ether3.. .ইত্যদি দেওয়া থাকে । এটা নির্ভর করে আমদের মাইক্রোটিক রাউটারে কতটি ইন্টারফেস আছে তার উপর । আমরা চাইলে এই নামগুলি চেঞ্জ করতে পারি । এই নামগুলি চেঞ্জ করার জন্য যা করতে হবে, আমরা যে ইন্টারফেস এর নাম চেঞ্জ করতে চাই সেই ইন্টারফেস এর উপর মাউস এর রাইট বাটনে ডাবল ক্লিক করি । তাহলে আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাব, এখানে ether1 এর জায়গায় আমরা যে কোন নাম দিতে পারি।  আমরা ether1 এর নাম চেঞ্জ করে দিই WAN এবং ether2 এর নাম চেঞ্জ করে দিই LAN ।

LAN And WAN Configuration: আমরা ইন্টারফেস গুলির নাম ত দিয় দিলাম এবার আমাদের LAN এবং WAN ইন্টারফেস এ IP Address কনফিগার করে দিতে হবে । আমরা WAN ইন্টারফেস এ সেই IP Address টি দিব যেটা  ISP আমদের দিয়েছে এবং LAN এ আমরা যেকোন একটি Private IP Address দিয়ে কনফিগার করতে পারি ।  এখানে আমি যেহেতু  র্ভাচুয়াল বক্স নিয়ে কাজ করব এবং আমার কাছে কোন রিয়েল IP নাই তাই।  আমরা প্রায় সবাই শেখার জন্য র্ভাচুয়াল বক্সই ব্যবহার করে থাকি । যদি আমদের কাছে কোন রিয়েল IP না থাকে অর্থাৎ আমরা যদি IP Address DHCP মোডে পেয়ে থাকি তাহলে আমাদের WAN ইন্টারফেটিও DHCP মোডে কনফিগার করতে হবে ।

এটি করার জন্য আমরা প্রথমে IP থেকে DHCP Client  এ ক্লিক করি। এখান থেকে আমরা প্লাস (+) চিহ্নিত আইকনে ক্লিক করি এবং Interface এর জায়গায় WAN ইন্টারফেসটি সিলেক্ট করে দিই। Apply দিয়ে OK Press করি । তাহলে আমাদের WAN ইন্টারফেসটি কনফিগার করা হয়ে গেল। এবার দেখব কিভাবে LAN ইন্টারফেস কনফিগার করতে হয় ।

LAN ইন্টারফেস কনফিগার করার জন্য আমরা IP থেকে Address এ ক্লিক করি  । এখানে আমরা WAN ইন্টারফেসটি দেখতে পাব এবং সেই সাথে তার IP Address ও Network Address ও দেখতে পাব। এখান থেকে আমরা প্লাস (+) চিহ্নিত আইকনে ক্লিক করি এবং Address এর জায়গায় আমদের Local Area Network (LAN) জন্য যে IP Address টি ব্যবহার করব তা দিয়ে দিই । আমি এখানে 192.168.20.1/24 এই Address টি ব্যবহার করলাম । এবার ইন্টারফেস এর জায়গায় LAN ইন্টারফেসটি সিলেক্ট করে দিই এবং Apply তে ক্লিক করি । যখন আমরা Apply তে ক্লিক করব তখনি Netword এর ঘরে আমরা নেটওয়াক অ্যড্রেসটি দেখতে পাব । OK Press করি । তাহলে আমাদের LAN And WAN কনফিগার করা হয়ে গেল ।

DNS Configuration: এবার আমদের DNS কনফিগার করতে হবে ।DNS Configuration করার জন্য আমরা IP থেকে DNS এ ক্লিক করি ।তাহলে DNS Settings নামের একটি উইন্ডো দেখতে পাব ।DNS Server এ আমরা DNS IP Address টি ‍দিয়ে দিই। DNS IP Address হিসেবে Google এর DNS Address 8.8.8.8 এবং 8.8.4.4 ব্যবহার করতে পারি । আর ISP যদি আমদের কোন DNS IP Address দিয়ে দেয় তাহলে আমর তা ইউজ করব । আমরা যেহেতু WAN interface DHCP মোডে কনফিগার করেছিলাম তাই এখানে DNS ও অটোমেটিক নিয়ে নিবে। আর নতুন করে দিতে হবে না ।

Routes Configuration: এবার আমদের IP Routes করতে হবে । IP Routes করার জন্য আমরা প্রথমে IP থেকে Routes যাই । আমাদের সামনে Routes List নামের যে উইন্ডো আসবে সেখান থেকে  প্লাস (+) চিহ্নিত আইকনে ক্লিক করি । তাহলে New Route নামের একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে কোথাও কিছু করার দরকার নাই, শুধু Gateway তে গেটওয়ে IP দিতে হবে। ISP যদি আমদের Gateway IP দিয়ে থাকে তাহলে তা দিয়ে দিব । আর এখানে যেহেতু কোন আমাদের কোন Gateway IP নেই তাই এখানে আমরা WAN Interface টি সিলেক্ট করে দিই এবং Apply দিয়ে Ok Press করি ব্যাস তাহলে Routes কনফিগার করা শেষ।

Nat Configuration: Nat Configuration করার জন্য আমরা IP থেকে Firewall এ ক্লিক করি । এবার এখান থেকে NAT এ ক্লিক করি । Nat এ ক্লিক করার পর প্লাস (+) চিহ্নিত আইকনে ক্লিক করি । তাহলে New NAT Rule নামের একটি নতুন উইন্ডো ওপেন হবে । এখানে আমরা Chain এর জয়গায় srcnat করে দিই এবং Src. Address এর জায়গায় আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কে (LAN) এ যে নেটওয়ার্ক Address টি দেওয়া আছে তা দিয়ে দিই । এখানে আমি যে Addredd টি ব্যবহার করেছি তা হল 192.168.20.0/24 এই অ্যড্রেসটি এখানে আমি দিয়ে দিলাম।

এভাবে আমারা LAN, WAN, Routes, NAT Configuration করতে হয়। এখন যদি আমরা আমাদের একটি পিসিতে এই নেটওয়ার্ক 192.168.20.0/24  থেকে একটি IP Address বসায় এবং Gateway হিসেবে আমাদের LAN Interface এ যে IP Address টি দেওয়া ছিল তা ব্যবহার করি তাহলে আমরা সহজে ইন্টানেট ব্যবহার করতে পারব।

Saturday, April 28, 2018


Mikrotik কি?

Mikrotik হল একটি ব্র্যান্ড নাম এটি একটি লিনাক্স ভিত্তিক Router operating system. এই Router operating system দিয়ে আপনি আপনার নিজের পিসি টিকে Mikrotik Router বানিয়ে নিতে পারেন আবার বাজারে বিভিন্ন মডেল এর Mikrotik Router Board কিনতে পাওয়া যায় যেমনঃ RouterBOARD 450, RouterBOARD 450G, RouterBOARD 750GL, RouterBOARD RB 1100AH.

Mikrotik Router কি?

Mikrotik Router হল একটি Intelligent Router. Mikrotik router দিয়ে সাধারন Router এর সব কাজ করা যায় কিন্তু এর পাশাপাশি Mikrotik এর বেশ কিছু ফিচার এর কারনে এটা দিয়ে নেটওয়ার্ক Administration এর কাজও খুব সহজেই করা যায়এজন্য দিন দিন মাইক্রোটিক এর ব্যবহার বেড়েই চলেছে ।

Mikrotik Router এর ফিচার সমূহঃ

  • DHCP Server হিসেবে কনফিগার করা যায় যেভাবে সাধারণ ব্রডব্যান্ড Router কাজ করে
  • নেটওয়ার্ক এর সব গুলি IP এর Bandwidth Control করা যায় এমনকি কোন IP ছাড়াই বিভিন্ন সার্ভিস এর Bandwidth control করা যায় যেমনঃ Mail Bandwidth, Ping bandwidth, Voice Bandwidth ইত্যাদি
  • Web proxy হিসেবে কনফিগার করা যায় Web proxy দিয়ে বিভিন্ন ওয়েব সাইট ব্লক করা যায়
  • একাধিক ISP এর ইন্টারনেট connection একসাথে ব্যাবহার করার জন্য Load Balance/Bandwidth Marge করা যায়
  • একই ISP এর একাধিক সংযোগ এর মধ্যে Auto Redundancy করা যায় (একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ)
  • PPPOE Server হিসেবে Configure করা যায় যার মাধ্যমে ব্রডব্যান্ড Dialer ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব
  • PPP Server , SSTP Server, L2TP Server And Client Configure কারা যায় এবং এর মাধ্যমে ইন্টারনেট সাভিস প্রদান করা যায়।
  • PPPOE Client হিসেবে configure করা যায় যার মাধ্যমে BTCL অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যাবহার করা সম্ভব
  • নির্দিষ্ট কিছু মডেলের Mikrotik Router দিয়ে USB wimax modem, USB mobile modem এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব
  • VPN Server এবং VPN Client হিসেবে Configure করা যায়
  • Advance firewall configure করা যায়

এছাড়াও রয়েছে আরও অনেক ফিচার রয়েছে যা দিয়ে খুব সহজে একটি নেটওয়ার্ককে মানেজমেন্ট করা যায় ।





আজ আমরা দেখব কিভাবে একটি পিসি বা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে রুপান্তর কারা যায়।  চলুন তাহলে শুরু করা যাক .. .. .. .. প্রথমে একটি কথা বলা প্রয়োজন যে আপনার পিসিকে মাইক্রোটিক হিসাবে ব্যবহার করার জন্য অবশ্যয় দুটি ল্যান কার্ড এর প্রয়োজন হবে । একটি ব্যবহার করা হবে WAN এর জন্য আর একটি ব্যবহার করা হবে LAN এর জন্য ।
ü প্রথমেই প্রথমে আপনি মাইক্রোটিক এর ISO ফাইলটা ডাউনলোড করে নিন । ISO ফাইল ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন । আর যদি আপনার কাছে আগে থেকে থেকে থাকে তাহলে ডাউনলোড কারার প্রয়োজন নাই।
ü এবার আপনাকে এই ISO ফাইলটিকে একটি ফাকা CD Disk এ বার্ণ বা রাইট করে নেন । অবশ্য আপনি পেনড্রাইভে বুট করে নিয়ে্ও এই কাজ করতে পারেন ।
ü এবার  আপনি যে কম্পিউটারটিকে মাইক্রোটিকে রুপান্তর কারতে চান তার  সিডিটিরম এর ভিতরে সিডিটি প্রবেশ করুন অথবা আপনি যদি পেনড্রাইভ ইউজ করেন তাহলে পেনড্রাইভটি ইউএসবিতে প্রবেশ করান ।
ü এবার আপনার পিসিটি অন করুন এর বায়োস সেটিংস থেকে Boot Option এ গিয়ে Fast Book CD/DVD বা USB করে নিন এবং সেভ দিয়ে Close করে দিন ।
ü এবার আপনার পিসিটি রিবুট হয়ে আপনার সামনে একটি নিচের চিত্রের মত একটি ডিসপ্লে আসবে ।
ü অপনি চাইলে এখান থেকে MikroTik Os এর মধ্যে যত গুলি পাকেজ রয়েছে আপনি সবগুলি ইন্সটল করতে পারেন আবার আপনার ইচ্ছামত যেকোনটিও ইন্সটল করতে পারেন।
ü আপনি এখান থেকে সবগুলি পাকেজ সিলেকটি করার জন্য ‍a press করুন । আর যদি আপনি এখান থেকে কিছু ফাইল সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে n press করেন এবৎ যে পাকেজ টি সিলেক্ট করতে সেটিতে গিয়ে space press করুন তাহলে ঐ পাকেজটি সিলেক্ট হবে।
ü এরপর ইন্সটল করার জন্য  i press করুন। অপনার কাছে conformation চাইবে এখন y press করুন  এবং কন্টিনিউ করার জন্য আবার y press করুন । এবার ইন্সটলেশন শুরু হয়ে যাবে । এটি ইন্সটল হতে সর্বচ্চো  এক মিনিট সময় লাগতে পারে । এর পর Enter প্রেস করুন ।  
ü এবার আপনার পিসিটি পুনরায় রিবুট নিবে এবং এই সময় আপনি পুনরায় আপনার পিসির বায়োস সেটিংস থেকে Boot Option এ গিয়ে Fast Boot Hard Drive করে নিন এবং সেভ দিয়ে Close করে দিন ।
ü এখন আপনার পিসিটি অন হলে আপনার সামনে একটি নিচের চিত্রের মত একটি লগিন অপশন দেখাবে । এখানে User name ডিফল্ট ভাবে থাকে admin থাকে এবং  কোন পাসওয়ার্ড থাকে না, অর্থাৎ শুধু user name দিয়ে দুই বার Enter press করলেই লগিন হয়ে যাবে।
উল্লেখ যে, আপনি যখন একটি পিসিকে মাইক্রোটিক এ রুপান্তর করবেন তখন আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল পিসির Processor এবং RAM। কারণ আপনার পিসির প্রসেসিং ক্ষমতা এবং RAM যত বেশি হবে আপনার নেটওয়ার্ক এর পারর্ফমেন্স তত ভাল হবে ।তাই এই বিষয়টি আপনাকে অব্যই খেয়াল রাখতে হবে ।

Tuesday, April 24, 2018


আমরা দেখব কিভাবে ভার্চুয়াল বক্সে MikroTik Os ইন্সটল করতে হয় । এর জন্য প্রথমে আমদের কম্পিউটারে VirtualBox Install থাকতে হবে । যদি VirtualBox Install করা না থাকে তাহলে তা ইন্সটল করে নিবেন । যদি আপনার কাছ Download করা না থাকে তাহলে এখান থেকে Download করে নিতে পারেন।
এখন VirtualBox Software টি ওপেন করুন । এবং এর বাম দিকের উপরের দিকে কোনে New আইকনে ক্লিক করুন তাহলে আপনাদের সামনে নিচের চিত্রের মত একটি নিউ উইন্ডো ওপেন হবে
ccccccccc
এখানে Name এর জায়গায় MikroTik দিন। এবং নিচের Ram এর জায়গা থেকে প্রয়োজন মত বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন । এখানে ৬৫ – ১০০ রাখুন তাহলেই চলবে । এর পর Create এ ক্লিক করুন । এর পর আপনার সামনে Create Virtual Hard disk  নামের একটি উইন্ডো দেখতে পাবেন ।
ccccc
এখানে আপনি  নিচের দিকে Hard Disk File Type থেকে VDI (VirtualBox Disk Image) সিলেক্ট করে রেখে File Size থেকে আপনার ইচ্ছামত Sotrage কম বেশি করে নিতে পারবেন । তবে আপনার Local Disk (C) এর Storage এর পরিমান এর দিকে খেয়াল রেখে এখান  Storage নির্ধারণ করুন। এর পর ক্রিয়েট এ ক্লিক করুন , দেখুন আপনার নতুন মেশিনটি  তৈরি হয়ে গেছে । এবার মাইক্রোটিক নামের মেশিনটি ‍সিলেক্ট করা অবস্থায় Settings এ যান । এর পর আপনার সামনে নিচের চিত্রের মত একটি MikroTik Settings নামের একটি নতুন উইন্ডো ওপেন হবে । নিচে General, System, Display, Storage, Audio, Network, Serial ports , USB…etc.  অপশন রয়েছে । এখান থেকে আপনি Storage এ যান এবং ডান পশে ‍Storage Devices এর নিচে Controller: IDE তে  ক্লিক করুন তহলে তার পাশে ডানদিকে দুটি প্লাস চিহ্ন সহকারে দুটি  আইকন দেখতে পাবে এর একটি হয় Add Optical Drive এবং অপরটি হয় Add Hard Drive।
ccccccccccccc
Controller: IDE এর নিচের দিকে Empty নামের আগে থেকেই একটি Optical Drive থাকে আপনি এটাকে Remove করে দেন । Remove করার জন্য এটার উপর মাউস এর রাইট বাটন এ ক্লিক করে Remove Attachment করেন তাহলে তা Remove হয়ে যাবে । এর পর Controller: IDE থেকে Add Optical Drive এ ক্লিক করে Choose Disk থেকে MikroTik এর ISO ফাইলটি দেখিয়ে দিন এবং Ok Press করুন । যদি আপনার কাছে  MikroTik এর ISO File না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন
এবার MikroTik এর উপর রাইট ক্লিক করে Start এ যান অথবা MikroTik সিলেক্ট করা অবস্থায় উপরের Start অইকনে ক্লিক করুন । তাহলে অপনার সামনে একটি নতুন ডিসপ্লে আসবে এখানেই আপনার MikroTik OS টি RUN হবে । এটি ওপেন হওয়ার পর নিচের চিত্রের মত একটি ডিসপ্লে আসবে ।
cccccccccc
অপনি চাইলে এখান থেকে MikroTik Os এর মধ্যে যত গুলি পাকেজ রয়েছে আপনি সবগুলি ইন্সটল করতে পারেন আবার আপনার ইচ্ছামত যেকোনটিও ইন্সটল করতে পারেন।
আপনি এখান থেকে সবগুলি পাকেজ সিলেকটি করার জন্য ‍a press করুন । আর যদি আপনি এখান থেকে কিছু ফাইল সিলেক্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে n press করেন এবৎ যে পাকেজ টি সিলেক্ট করতে সেটিতে গিয়ে space press করুন তাহলে ঐ পাকেজটি সিলেক্ট হবে।
 এরপর ইন্সটল করার জন্য  i press করুন। অপনার কাছে conformation চাইবে এখন y press করুন  এবং কন্টিনিউ করার জন্য আবার y press করুন । এবার ইন্সটলেশন শুরু হয়ে যাবে । এটি ইন্সটল হতে সর্বচ্চো  এক মিনিট সময় লাগতে পারে । এর পর Enter প্রেস করুন । এবং এই উইন্ডোটি Close করে দিন ।

এবং পুনরায় আপনি Settings থেকে ‍Storage Devices এ যান এবং Controller: IDE এর নিচে MikroTik Os এর যে Optical Drive টি রয়েছে তা রিমুভ করে দিন। এবার এটি Start করুন । তাহলে আপনার সামনে নিচের চিত্রের মত একটি লগিন অপশন দেখাবে ।
cccccccccc
 এখানে User name ডিফল্ট ভাবে থাকে admin এবং password থাকে ফাকা অর্থাৎ শুধু user name দিয়ে দুই বার Enter press করলেই লগিন হয়ে যাবে।



আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল Broadcast,  Unicast And Multicast । কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ।
  1. BroadCast
  2. UniCast
  3. MultiCast
Broadcast: Broadcast বলতে যা বুঝায় তা হল যখন কোন হোস্ট বা কম্পিউটার নেটওয়ার্কে  ডাটা সেন্ট করবে তখন যদি সেই ডাটা সকল হোস্ট বা কম্পিউটার পায় অর্থাৎ কোন হোস্ট এর জন্য গোপন না থাকে নেটওয়ার্কে  অন্তর্ভুক্ত সবাই পায় তাকে বলা হয় Broadcast।  উদাহরন হিসাবে আমরা টেলিভিশন, রেডিও এর কথা বলতে পারি। টেলিভিশনে যখন কোন কিছু সম্পচার করা হয় তা সবয় পায় । কোর দেখতে পায়কেউ পায় না এরকমটা হয় না , এটা সবার জন্য উন্মুক্ত। এটাই হচ্ছে Broadcast নেটওয়ার্কে যখন কোনসার্ভার কোন ডাটা সবার জন্য উন্মুক্ত করে দেয় অর্থাৎ সবাই সেই ডাটা আকসেস করতে পারলে তাকে বলা হবে ব্রডকাস্ট ।
Broadcast
Multicast: Multicast হল এমন একটি ‍সিস্টেম বা পদ্ধতি যখন কোন হোস্ট বা কম্পিউটার নেটওয়ার্কে ডাটা ট্রান্সমিট করে তখন তা সকলে পাবে না একটি গ্রুপ পাবে এবং একটি গ্রুপ পাবে তাকে বলা হবে Multicast  । কোন নেটওয়ার্কে একটি সার্ভারে কিছু ডাটারাখা হল এবং তা ঐ একই নেটওয়ার্কে কিছু Computer  কে সেই ডাটা Access  করার অনুমতি দেওয়া হল এবং কিছু Computer কে সেই ডাটা  Access করার অনুমতি দেওয়া হল না এটাই হল Multicast Network ।
Multicast
 Unicast: Unicast হল এমন একটি সিস্টেম,  যাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ ।  এখানে যোগাযোগ হবে দুই জনের মাঝে যেখানে  তৃতীয় কোন ব্যাক্তি থাকবে না। যখন আমরা ফোনে কথা বলি এটা Unicast System।
Unicast
আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আরো ভাল বুঝতে পাবেন ।

Monday, April 23, 2018

আমরা সাধারণত কম্পিউটারের অবস্থিত অনেকগুলি ফাইলের মধ্যে থেকে কিছু ফাইল সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl কি চেপে ধরে থেকে মাউস দিয়ে ক্লিক করে করে সেই ফাইল গুলি সিলেক্ট করা হয় । যেমন ধরুন, একটি ফোল্ডারে অনেক গুলি ফাইল আছে এখান থেকে আমি কিছু ফাইল কপি করতে চাচ্ছি , এবং এই ফাইলগুলি সিরিয়ালি নেই। এখন আমাকে এই ফাইল গুলি একসাথে সিলেক্ট করার জন্য Ctrl কি চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করে করে সেই ফাইলগুলি সিলেক্ট করতে হবে । মনে করুন আপনার কিবোর্ড এর Ctrl কি কাজ করছে না!! তাহলে কি বিকল্প কোন উপায় নেয় ? আছে , আজ আমরা এটাই দেখব কিভাবে কিবোর্ড ছাড়াই মাউস দিয়ে একসাথে একাধিক ফাইল সিলেক্ট করা যায়। তবে আমি যেটা দেখাব সেটা শুধু Windows Operating System এর জন্য প্রযোজ্য

এটা কারার জন্য আমাদের যে সকল সেটিংস গুলি পরিবর্তন করতে হবে তা সাধারণত ‍দুইভাবে করা যায়।

প্রথমত: মাউস দিয়ে ফাইল সিলেক্ট করার জন্য পথমে আপনার উইনডোজ অপারেটিং সিস্টেম এর My Computer Open/Computer/This PC করুন। ওপেন করার পর একদম বাম সাইডে উপরের দিকে রয়েছে Organize এথানে ক্লিক করুন ।

এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন দেখতে পাবেন । এখান থেকে Folder and Search Option এ ক্লিক করুন ।

Folder And Search Option এ ক্লিক করার পর আপনার সামনে নিচের চিত্র এর মত Folder Option নামে একটি নিউ উইনডো ওপেন হবে । এখান থেকে View Tab এ যান ।  এখানে View লেখা অপশনটি সিলেক্ট করার পার নিচের Advance Settings: এ অনেক গুলি Option রয়েছে। এখান থেকে সাইড বারটিকে ডাগ করে নিচের দিকে নিয়ে যায় এবং Use check boxes to select items- On এই Option টির চেকবক্সটিতে ক্লিক করে এটা অন করি এবং Apply দিয়ে Ok Press করি ।


এবার My Computer এ গিয়ে কোন ফাইল এর উপর মাউস রাখলে দেখবেন ফাইলের পাশে চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার, তার বা পাশে টিক চিহ্ন দিলে ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং সেটি কপি বা সরানো যাবে । এভাবে আপনি । এভাবে আপনি কিবোর্ড ছাড়াই ইচ্ছামত যেকোন ফাইল সিলেক্ট করতে পারবেন।

দ্বিতীয়ত: আমরা Folder Option টিতে যাওয়ার জন্য আরো একটি পদ্ধটি অনুসরণ করতে পারি । তার জন্য আমদের যা করতে হবে তা হল। Start Manu>Control Pannel>Folder Option
অনেক সময় বিভিন্ন কারনে আমাদের Computer এর কোন Drive Hide করার প্রয়োজন হতে পারে । আজ আমরা দেখব কিভাবে  খুব সহজে  আমাদের Computer থেকে যে কোন Drive কে Hide করতে পারি।

এটা অনেক ভাবে করতে পারি। তবে এখানে অামরা দুইটি পদ্ধতি দেখব ।

পদ্ধতি ঃ ০১

  • প্রথমে  Run ওপেন করুন। Run ওপেন করার জন্য  windows key এবং r  key চাপুন । অথবা Windows Start এ গিয়ে Search করুন Run
  • Run এ টাইপ করুন cmd এবং এন্টার প্রেস করুন। আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যাকে বলা হয় Command Prompt.
  • এখন লেখুন diskpart তারপর enter চাপুন
  • তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার সব ড্রাইভের লিস্ট দেখাবে 
  • এখন আপনি যে Drive টি Hide করতে চান তা সিলেক্ট করুন । ধরুন আপনি, volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D। এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে
  • এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । 

Drive ত Hide হল ! যখন আবার অাপনার আবার এটা Show করার প্রয়োজন হবে তখন কি করবেন ? ত চলুন দেখি কিভাবে এটাকে আবার Show করানো যায়। Drive Show করানোর জন্য আপনাকে আবার উপরের ৬ টি  ধাপ এর মধ্য ৫ টি অনুসরণ করতে হবে ।

  • প্রথমে  Run ওপেন করুন। Run ওপেন করার জন্য  windows key এবং r  key চাপুন । অথবা Windows Start এ গিয়ে Search করুন Run
  • Run এ টাইপ করুন cmd এবং এন্টার প্রেস করুন। আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যাকে বলা হয় Command Prompt.
  • এখন লেখুন diskpart তারপর enter চাপুন
  • তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার সব ড্রাইভের লিস্ট দেখাবে 
  • এখন আপনি যে Drive টি Show করতে চান তা সিলেক্ট করুন । কিন্তু কিভাবে করবেন ? এটাতে ত আর Letter D বা অন্য কিছু নাই । এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে , দেখুন পাশে লেখা আছে  Volume 1, Volume 2, Volume 3...... .ধরুন আপনার Hide করা Drive টি Volume 4 তহলে লেখুন select volume 4 এবার এন্টার চাপুন .
  • তার পর লিখুন assign letter D. এবার দেখুন অাপনার Drive টি Show করতেছে।

পদ্ধতি ঃ ০২

আমরা আর একটি  পদ্ধতিতে খুব সহজে যে কোন Drive কে Hide এবং Show করাতে পারি আর এর জন্য আমরা যে টুলস টি ইউজ করব তা হল Computer Management ।


  • প্রথমে আমরা My Computer এ মাউস এর রাইট  বাটনে ক্লিক করে Manage এ  যাই।
  • Manage এ ক্লিক করার পর আমাদের সমানে একটি নতুন উইন্ডো ওপেন হবে । এখান থেকে আমরা যাব Disk Management এ । এখানে আমরা আমাদের সকল Drive গুলি দেখতে পাব ।
  • এর পর আমরা যে Drive টি Hide করতে চাই তার উপর Mouse এর Right বাটন এ ক্লিক করি এবং Change Drive Letter And Path এ ক্লিক করি ।
  • তহলে আমাদের সামনে একটি নিউ উইন্ডো ওপেন হবে । এখান থেকে রিমুভ  এ ক্লিক করি এবং Ok Press করি।
  • তহলে সেই Drive থেকে C, D, E এই রকমের যেই Letter গুলি আছে তা রিমুভ হয়ে যাবে এবং সেই সাথে Drive টিও Hide হয়ে যাবে 
এখন আবার যখন সেই Drive টিকে Show করার প্রয়োজন হবে তখন আবার 
  • প্রথমে আমরা My Computer এ মাউস এর রাইট  বাটনে ক্লিক করে Manage এ  যাই।
  • Manage এ ক্লিক করার পর আমাদের সমানে একটি নতুন উইন্ডো ওপেন হবে । এখান থেকে আমরা যাব Disk Management এ । এখানে আমরা আমাদের সকল Drive গুলি দেখতে পাব ।
  • এর পর আমরা যে Drive টি Hide করতে চাই তার উপর Mouse এর Right বাটন এ ক্লিক করি এবং Change Drive Letter And Path এ ক্লিক করি ।
  • তহলে আমাদের সামনে একটি নিউ উইন্ডো ওপেন হবে, এখান থেকে Add এ ক্লিক করি । তাহলে আরও একটি নতুন উইন্ডো ওপেন হবে এখান থেকে Assign the following drive letter: এই লেখাটাতে ক্লিক করি এবং  এর ডান পাশে ড্র্প ডাউন বক্স থেকে পছন্দমত Letter সিলেক্ট করে Ok Press করি । তাহলেই কাজ শেষ, Drive টি Show করবে ।
এভাবে খুব সহজে আমরা যেকোন Drive কে Hide করে রাখতে পারি  এবং প্রয়োজন মত তা Show করাতে পারি ।
© Copyright 2017 Tune 89 | Distributed By Free Download Themes